Vizag -Araku vally(ভাইজ্যাগ- আরাকু ভ্যালি)


প্রথম দিন- হাওড়া থেকে আমরা রওনা দেবো ভাইজ্যাগের  উদ্দেশ্যে

দ্বিতীয় দিন- বিশাখাপট্টনম স্টেশনে পৌছে আমরা চলে আসবো হোটেলে ৷ হোটেলে পৌছে ফ্রেস হয়ে আমরা কিছুক্ষন রেষ্ট নিয়ে নেবো ৷ তারপর বিকেলটা থাকবে সমুদ্রের পাড়ে আপনাদের নিজেদের মত ঘোরাঘুরির জন্য ৷ 

অসম্ভব সুন্দর করে সাজানো এই রামকৃষ্ণ বীচ আপনাকে মুগ্ধ করে দেবে ৷ অজস্র মডেল, স্যান্ড রাইড আর কালো পাথরের ওপর সমুদ্রের ঢেউ ফেটে অদ্ভুত এক পরিবেশ তৈরী হয় ৷ ডানদিকে তাকালে দেখবেন এলিফেন্ট নোজ আর ভাইজ্যাক পোর্ট ৷ এই পোর্টে জাহাজের আসা যাওয়া দেখতে দেখতে সন্ধ্যেটা কি ভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না ৷ আপনি চাইলে এদিন সন্ধ্যায় দেখে নিতে পারেন আর কে বীচে কালীমন্দিরের সন্ধ্যা আরতি ৷


তৃতীয় দিন- এ দিন সকালে ব্রেকফাষ্ট সেরে আমরা সারাদিনের জন্য বেড়িয়ে পরবো সাইডসিনে ৷ এদিন আমরা ঘুরে নেবো রুষিকোন্ডা বীচ, রামানাইডু ফিল্ম সিটি, কৈলাসগিরি, ফিসিং হারবার, সাবমেরিন মিউজিয়াম ও বিশাখা মিউজিয়াম ৷ চন্দ্রাকৃতির রুষিকোন্ডা বীচে গিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনে ৷ রামানাইডু ফিল্মসিটি দেখে আপনি দেখবেন অজস্র আপনার পরিচিত জায়গা যেগুলো আপনি প্রতিদিন সিনেমার পর্দায় দেখেন ৷ কৈলাসগিরিতে অবশ্যই রোপ ওয়েতে উঠবেন ৷ ঐ কেবলকারে উঠতে উঠতে আপনি দেখবেন পাহাড় থেকে পাখির চোখে গোটা ভাইজ্যাক শহরটা আর তার তীরে সমুদ্র ! পাহাড়ের ওপরে বিশাল শিবমূর্তি সহ অজস্র রাইড পাবেন ৷ তবে অবশ্যই ট্রয় ট্রেনে গোটা কৈলাশগিরি একচক্কর ঘুরে আসবেন ৷ অসাধারন সৌন্দর্য্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন ৷ একই ভাবে ফিসিং হারবার আপনার ভালো লাগবেই ৷ বিশাখা মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়ামেও আপনি এমন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন যা ভাইজ্যাক ছাড়া আর কোথাও পাবেন না

চতুর্থ দিনএ দিন আমরা সকাল সকাল ব্রেকফাষ্ট সেরে বেড়িয়ে পরবো আরাকুর উদ্দেশ্যে ৷ আরাকু ভ্যালীতে যাওয়া ও আসার পথে আমরা দেখে নেবো পদ্মপুরম গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, গলিকোন্ডা ভিউ পয়েন্ট, বোরা কেভ আর আরাকুর বিখ্যাত কফি চাষ ৷ আরাকু ভ্যালীতে অবশ্যই টেষ্ট করবেন এখানকার বিখ্যাত ব্যাম্বু চিকেন ৷ বাঁশের ভেতর ভরে রান্না করা মশলাদার চিকেনের এই পদ এখানকারই আবিষ্কার ৷ বোরাকেভের ভেতরে প্রবেশ করে আপনি রোমাঞ্চের অন্য জগতে পৌছে যাবেন ৷ ভাইজ্যাগের বিভিন্ন ট্যুরিষ্ট স্পটে আরাকুর বিখ্যাত কফির যে স্টল গুলি দেখবেন তার চাষও এখানেই হয় ৷ আপনি দেখবেন সেই কফি বাগান

পঞ্চম দিন-এদিন সকালটা প্রাতরাশ সেরে চেকআউট করে ট্রেন ধরবো 

ষষ্ঠ দিন-শালিমার / হাওড়া পৌছে , সেখান থেকে হাওড়া হয়ে বাড়ির পথে রওনা দেবো আমরা|

Post a Comment

0 Comments